নিজস্ব প্রতিনিধিঃ ভোলায় বাসচাপায় দুই কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।
শুক্রবার (১৭ মার্চ) সকাল সোয়া ৯ টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কলেজ ছাত্রী রিমা আক্তার (১৭) ও শিখা (১৭) এবং আবুল কালাম (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রী রিমাসহ এই তিনজন তাদের বাড়ির সামনের সড়ক থেকে বোরাকে করে বাংলাবাজার যাচ্ছিলেন। বাংলাবাজারের দক্ষিণ পাশের সড়কে আসলে বিপরীত দিক থেকে আসা চরফ্যাশনগামী একটি যাত্রীবাহী বাস বোরাকটিকে চাপা দেয়। এত ঘটনাস্থলেই নিহত হন তারা।
এছাড়াও এ ঘটনায় বোরাকের চালককে আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এছাড়াও বাস ও এর চালককে আটকের চেষ্টা চলছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply