যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রেক্ষাপটে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট পদে যুক্তরাষ্ট্রের মনোনীত অজয় বাঙ্গাকে সমর্থন দিয়েছে বাংলাদেশ।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সমর্থনের তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে অজয় বাঙ্গার অভিজ্ঞতা বিশ্বব্যাংক গ্রুপের ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবে।
বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাংকের সঙ্গে পারস্পরিক সহযোগিতাকে আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী বিশ্বব্যাংকের অবদান বাড়ানোর লক্ষ্যে বিশ্বব্যাংক গ্রুপের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে অজয় বঙ্গের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply