বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকুরী সরকারিকরণের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রায় ৩৩২টি সরকারী কলেজ ও ৩টি সরকারি মাদ্রাসায় বেসরকারি কর্মচারীরা বিগত ১০ থেকে ২৫ বছর বা তারও অধিককাল ধরে অধ্যক্ষ মহোদয়ের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত আছি। আমাদের মাসিক বেতন ৫,০০০ থেকে ১০,০০০ টাকা। এই অল্প বেতনে আমরা পরিবার পরিজন নিয়ে দ্রব্যমূল্যের অতি উর্ধ্বগতির বাজারে খুবই কষ্টে জীবন যাপন করছি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ ২০১৩ ও ২০২০ সালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু বেসরকারি কর্মচারীদের কোন অগ্রাধিকার দেয়নি। সেই বিজ্ঞপ্তিতে মহামান্য সুপ্রিম কোর্টের একটি রিট মামলার নির্দেশনা মোতাবেক বেসরকারি কর্মচারীদের অগ্রাধিকার থাকলেও মাউশি কর্তৃপক্ষ সে নির্দেশ মানেননি। সরকারি কলেজগুলোতে মাত্র ৫% কর্মচরী সরকারিভাবে কর্মরত আছে, বাকি ৯৫% কর্মচারী বেসরকারিভাবে কর্মরত আছে। আমরা চাকুরী স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৮ই নভেম্বর ২০২০খ্রি. থেকে ২৬ শে নভেম্বর ২০২০খ্রি. ১৮দিন পর্যন্ত সকল সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করি।

মাননীয় প্রধান মন্ত্রী, মাননীয় শিক্ষা মন্ত্রী, মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী, মাননীয় শিক্ষা সচিব ও মাননিয় মহাপরিচালক কে আমরা একধিক বার স্মারকলিপি প্রদান করি, কিন্তু তাতে কোন লাভ হয়নি। আমারা ১০ থেকে ২৫ বছরের উর্দ্ধে নিজের সন্তানের মত শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবেসে নিজের বুকে ধারণ করেছি। সেকারণে মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন আপনার সুদৃষ্টি ছাড়া আমাদের ভাগ্যের কোন পরিবর্তন আসবে না এবং আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হবো। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪র্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সমর্থণ জানিয়ে বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার হয়েছিলেন। তার পরও মহান নেতা মাথানত করেননি। তাই আপনি তাঁর সুযোগ্য কন্যা হিসেবে আপনার নিকট আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি। মাননীয় প্রধান মন্ত্রী আপনি গরিব দুঃখির মা। আপনার হাতেই আমাদের সন্তানদের ভবিষ্যত।

এমতাবস্থায় আমাদের অগ্রাধিকারের মাধ্যমে নিয়োগ দিয়ে সাধারন কর্মচারীদের বেচে থাকার পথকে সুগম করার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি।

আমাদের দাবীসমূহ:

১। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত বেসরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে চাকুরী সরকারি করণের দাবী জানাচ্ছি।

২। চাকুরী সরকারিকরণের পূর্ব পর্যন্ত সরকারি খেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS