নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে গোলাঘর থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় এক যুবককে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
গ্রেফতার বাবু হোসেন আসমত (৩৫) গোদাগাড়ীর চরভূবনপাড়ার (টেকপাড়া) গিয়াস উদ্দিনের ছেলে।
শনিবার (৪ র্মাচ) র্যাব-৫ কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকালে গোদাগাড়ী উপজেলার টেকপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ওই হেরোইনের অনুমানিক বাজারমূল্য সোয়া ১ কোটি টাকা। রাতেই তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা হয়েছে।’
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ গোদাগাড়ীর চরভূবনপাড়ায় বাবু হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাবু র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে ধানের গোলাঘর থেকে ১ কেজি ১০০ গ্রাম হোরোইন উদ্ধার করে র্যাব।
র্যাব-৫ কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান জানান, গ্রেফতার বাবুর কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply