২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথমবার সাকিব-তামিমদের প্রধান কোচের দায়িত্বে ছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার কাউকে কিছু না বলে হুট করে ২০১৭ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় বসে কোচের দায়িত্ব ছেড়ে দেন। গুঞ্জন ছিল খেলোয়াড়দের সঙ্গে মনোমালিন্যের কারণেই দায়িত্ব ছেড়েছিলেন। এবার সেই প্রসঙ্গে প্রশ্ন করতেই চটে গেলেন হাথুরু।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় মিরপুর থেকে সংবাদ সম্মেলনে যোগ দেন চান্ডিকা হাথুরুসিংহে।
এসময় একজন সাংবাদিক খেলোয়াড়দের সঙ্গে মনোমালিন্যের প্রসঙ্গ টেনে প্রশ্ন করেন। তখন কোনো ক্রিকেটারের সঙ্গে সমস্যা নেই বলে উল্টো সেই প্রশ্নকেই ‘রাবিশ কোয়েশ্চেন’ বলে বসেন হাথুরুসিংহে।
তবে মনোমালিন্যের বিষয়ে হাথুরুসিংহে বলেন, ‘না, কোনো খেলোয়াড়ের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি না। আমার মনে হয় না কোনো খেলোয়াড়ের সঙ্গে সমস্যা রয়েছে। আমি সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। সকলেই খেলার প্রতি মনযোগ দিচ্ছে। সবকিছুর আগে দল। সকলে সেই দলকেই এগিয়ে নেয়ার চেষ্টা করছে।’
২০১৭ সালের বিষয়ে পরিষ্কারভাবে হাথুরু বলেন, ‘আমার শেষ মুহূর্তে কোনো খেলোয়াড়ের সঙ্গে চ্যালেঞ্জিং কিছু ঘটেনি। আমার চ্যালেঞ্জ হচ্ছে, খোলোয়াড়দের ফোকাস তৈরি করা। আমার মনে হয় না এছাড়া অন্য কোনো চ্যালেঞ্জ আছে।’
গত ৩১ জানুয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে প্রধান কোচ হিসেবে চান্ডিকা হাথুরুসিংহের নাম ঘোষণা করেন। তার আগে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের পদ ছেড়ে দেন হাথুরুসিংহে। এ মুহূর্তে ইংল্যান্ড সিরিজ সামনে রেখে পরিকল্পনা তৈরি করছেন হাথুরুসিংহে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply