
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ। সরকারের হস্তক্ষেপের পর ভারত থেকে ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে একটা সময় উগ্র হয়ে উঠে ভারত ও কলকাতার বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল। আইপিএলের কোন ফ্র্যাঞ্চাইজিতেই বাংলাদেশের খেলোয়াড়দের না খেলানোর পরামর্শ দেয়া হয়। কলকাতার মাঠে যাতে বাংলাদেশের কোন ক্রিকেটার না খেলতে না পারে সেটার জন্য হুমকিও দেয় তারা। এমন অবস্থায় বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
মুস্তাফিজের ঘটনার পর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও প্রশ্ন উঠছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি ম্যাচ খেলবেন লিটন দাসরা। একটি ম্যাচ হবে মুম্বাইয়ে। যার ফলে প্রায় সপ্তাহ দুয়েক কলকাতায় থাকতে হবে বাংলাদেশ দলকে। ওই সময়ে লিটন-মুস্তাফিজদের নিরাপত্তা দিতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন খালেদ মাহমুদ সুজন।
এদিকে মুস্তাফিজের ঘটনার পর ভারত থেকে যাতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো সরিয়ে নেয়া হয় এজন্য আইসিসিতে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন আসিফ নজরুল। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টার চাওয়া, লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ম্যাচগুলো হোক শ্রীলঙ্কাতে। পাশাপাশি এদেশে যাতে আইপিএল সম্প্রচার না করা হয় সেটা বন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply