
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন ঢাকা ময়মনসিংহ সড়কের ত্রিশাল বাসট্যান্ড এলাকায় ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ গাড়ি পার্কিং প্রতিরোধে উপজেলা প্রশাসন, ত্রিশাল থানা ও ট্র্যাফিক পুলিশের যৌথ অভিযান আজ ৪ জানুয়ারি রবিবার পরিচালিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), ত্রিশালের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যক্তিকে ১০টি মামলায় মোট ১৬,০০০/- টাকা জরিমানা করা হয়। একইসাথে, সড়কের দুপাশে অবস্থিত অবৈধ দোকানপাট তাৎক্ষণিক উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে পুনরায় দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
এ অভিযানে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ, ও ত্রিশাল ট্র্যাফিক পরিদর্শক, উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে আইনানুগ সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply