মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

সাঘাটায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় বালুবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের কুকরাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন- ওয়াহেদ আলী ও শাজাহান আলী। ওয়াহেদ আলীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের কুমারগাড়িতে ও শাহজাহান মিয়ার বাড়ি ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী এলাকায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে সাঘাটার দিকে যাচ্ছিলেন দুইজন। এ সময় অপরদিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী কাভার্ডাভ্যান দুজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহী ওয়াহেদ আলী ও উদাখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শাজাহান আলী মারা যান।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু মিয়া জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চালক ও কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS