নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির গন অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল বিভাগীয় সদরে দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতা-কর্মী সহ বিভিন্নস্তরের মানুষ অবস্থান নিয়েছিলো।
সকাল ১১টার পরে নগরীর সদর রোডে টাউন হল সংলগ্ন বিএনপি ও সহযোগী সংগঠনের অফিসের সামনে এ কর্মসূচীর সূচনা হয়।
সমাবেশে বরিশাল মহানগরী ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু দলীয় নেতা কর্মীগনও অংশ নিয়েছিলো। বিএনপি র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাবিবুন নবী সোহেল ছাড়াও বরিশাল উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা এবং মহানগর নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রেখেছেন। সমাবেশ স্থল ও এর আসেপাশে বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন ছিলো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply