রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার উদ্ধার করা হয়। ডিএমপি সূত্রে এ তথ্য জানা যায়।
এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১ হাজার ৬১ পিস ইয়াবা, ১৩০ গ্রাম ৫২৩ পুরিয়া হেরোইন, ১১ কেজি ২২৫ গ্রাম গাঁজা, ৩০ বোতল দেশি মদ ও ১৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS