মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপোতে আজ প্রদর্শিত হবে ‘দা উলফ অফ ওয়াল স্ট্রিট’ সিনেমা  

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো -২০২৩ এর দ্বিতীয় দিন শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে আইডিইবি ভবনের তৃতীয় তলায় প্রদর্শিত হবে পুঁজিবাজার নিয়ে সিনেমা ‘The Wolf of Wall Street’। সিনেমাটি শুরু হবে বিকেল ৩টায়।

এছাড়াও থাকছে ২টি গুরুত্বপূর্ণ সেমিনার। প্রথম সেমিনারটি সকাল সাড়ে দশটায় শুরু হবে। আর দ্বিতীয়টি শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।

শুক্রবার (৬ জানুয়ারি) ‘বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার’ বিষয়ে এক্সপোর প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ‘সরকারি মালিকানার কোম্পানিগুলোর তালিকাভুক্তিঃ বর্তমান অবস্থা ও করণীয়’ বিষয়ে।

এদিন প্রথম সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড.শেখ শামসুদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এম সাদিকুল ইসলাম।

এছাড়া সেশন চেয়ার হিসাবে উপস্থিত থাকবেন বিএএসএমের ডিজি তৌফিক আহমেদ চৌধুরী। অপরদিকে প্যানেল আলোচক থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুল আলম, গ্রীণ ডেল্টা সিকিউরিটিজের এমডি ওয়াফী শফিক মেহনাজ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আমিন।

এদিন বিকেল সাড়ে চারটার সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। সেশন চেয়ার থাকবেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক মাহমুদা আক্তার।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এই এক্সপো শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS