নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে লিটন মিয়া (২২) নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের বলদীপাড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
লিটন মিয়া হাতিবান্ধা গ্রামের মৃত খলিল শেখের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, সকালে বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি কক্ষের তিরের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লিটন মিয়াকে দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS