নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৪১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যন্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নীলফামারীর লক্ষীচাপ গোরেক পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মিঠুন হোসেন ওরফে মেরাজুল ইসলাম (২২) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের আসমত আলীর ছেলে শাহ আলম মিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৪১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। সেই সঙ্গে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply