কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। ফাইনালে জয়ের পর শিরোপা উঁচিয়ে তোলার আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পরিয়ে দেওয়া ঐতিহ্যবাহী বিশত।
সেই ‘বিশত’ কিনতে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটির টাকা প্রস্তাব করেছেন আল-বারওয়ানি নামের ওমানের একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা। তিনি ওমানের শুরা কাউন্সিলের একজন সদস্য। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটের মাধ্যমে এই প্রস্তাব দেন।
টুইটারে মেসিকে ‘বিশত’ পরানোর মুহূর্তের ছবি শেয়ার করে লেখেন, ‘আমার বন্ধু মেসি, ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ জেতায় আমি ওমান সালতানাত থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে আরব বিশত পরিয়ে কাতারের আমির তামিম আমাকে মুগ্ধ করেছেন। এই বিশত উদারতা ও প্রজ্ঞার প্রতীক। আমি ওই বিশতের বিনিময়ে আপনাকে ১০ লাখ ডলার বা প্রায় ১০ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টাকা অফার করছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply