ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া বলেছেন, বিকাশকে বিও অ্যাকাউন্টের (বেনিফিশিয়ারি ওনার্স) সঙ্গে যুক্ত করা যায় কিনা, সেটা নিয়ে ভাবছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। যাদের ব্যাংক একাউন্ট নেই, তারা যেন বিকাশে লেনদেন করতে পারে, সে বিষয় নিয়ে কাজ করছি আমরা। আমরা চাই যাদের ব্যাংক একাউন্ট নেই, তারাও পুঁজিবাজারে আসার সুযোগ পাক।
সোমবার (৩১ জানুয়ারি) থ্রিআই সিকিউরিটিজের লেনদেনের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারিক আমিন বলেন, যেখানে জিডিপি ৪০৯ বিলিয়ন ডলার। সেখানে আমাদের মার্কেট ৭০ বিলিয়ন ডলারের মতো। সে হিসেবে আমাদের মার্কেট সাইজ জিডিপির ২০ শতাংশেরও কম। আমরা মার্কেটের সাইজটা জিডিবির সঙ্গে সমন্বয় করে বাড়ানোর জন্য কাজ করছি।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থ্রি-আই সিকিউরিটিজ এর ব্যাবস্থাপনা পরিচালক ইস্তাক আহম্মেদ এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সদস্যবৃন্দরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply