দেশের সর্বপ্রথম জেসিআই স্বীকৃত্ব এভারকেয়ার হসপিটালের সাথে ব্র্যাক-এর একটি সমঝোতা হয়েছে। এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যোগ্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করবে। এভারকেয়ার হসপিটালের অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এভারকেয়ার হসপিটালের পক্ষ থেকে ডেপুটি হেড অব এইচআর ও হেড অব এমপ্লয়ী রিলেশনস শিবান তানভির এবং ব্র্যাক-এর পক্ষ থেকে হেড অব স্ট্রাটেজি এবং বিজনেস ডেভেলপমেন্ট তাসমিয়া তাবাসসুম রহমান এই সমঝোতা স্মারক বিনিময় করেন।
চুক্তি অনুযায়ী, এভারকেয়ার হসপিটাল এবং ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ প্রদান করবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মিলিত একটি সার্টিফিকেট পাবে। এই উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা পেশাদার পরিবেশে তাদের দক্ষতার বিকাশ সাধনে সক্ষম হবে। এই প্রোগ্রাম থেকে আগামী ১২ মাসের মধ্যে প্রায় শতাধিক শিক্ষার্থী নিজেদের যোগ্যতা প্রমাণে সফল হবে বলে আশা করা যাচ্ছে।
অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটালের ডেপুটি হেড অব এইচআর ও হেড অব এমপ্লয়ী রিলেশনস শিবান তানভির বলেন, বিশ্বের বৃহত্তম এনজিও প্রতিষ্ঠানের সঙ্গে এমন একটি উন্নয়নমূলক কর্মসূচীর উদ্যোগ নিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। বৈশ্বিক মানদণ্ড বজায় রেখে স্বাস্থ্যসেবা প্রদানে অগ্রপথিক হিসেবে এভারকেয়ার হসপিটাল বাংলাদেশের তরুণদের উন্নয়নে অবদান রাখার জন্য সর্বদা স্বচেষ্ট।
ব্র্যাক-এর হেড অব স্ট্রাটেজি এবং বিজনেস ডেভেলপমেন্ট তাসমিয়া তাবাসসুম রহমান বলেন, আমরা ইতোমধ্যেই লক্ষাধিক তরুণ শিক্ষার্থীদের ব্র্যাক-এর দক্ষতা উন্নয়ন কর্মসূচীর আওতাধীন করেছি। এই চুক্তির মাধ্যমে উক্ত কর্মসূচীর প্রসার এবং শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী। দেশের যুবসমাজের বেকারত্ব দূরীকরণে আমাদের এই উদ্যোগে পাশে থাকায় এভারকেয়ার-কে অসংখ্য ধন্যবাদ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply