নিজস্ব প্রতিনিধিঃ অস্ত্র মামলার আসামী এখন রুপগঞ্জ থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানভির রিয়াজ। সারাদেশে সৎ, যোগ্য, পরিচ্ছন্ন নেতৃত্বের দাবীদারদেরকে নিয়ে কমিটি হলেও নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানা কমিটিতে এক অভিন্ন চিত্র ফুটে উঠেছে।
অস্ত্রসহ গ্রেপ্তার, একাধিক চাঁদাবাজির মামলা, বহু বিবাহে আবদ্ধ, মাদক জগতের গডফাদার, সাংগঠনিক গঠনতন্ত্রের বিরোধী, নারী কেলেঙ্কারি অভিযুক্ত তানবীর আহমেদ রিয়াজকে রূপগঞ্জ থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পদে স্থলাভিসিক্ত করা হয়েছে। এতে স্থানীয় অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মী, সাধারণ জনগণ ও ভুক্তভোগীরেদর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়।
শুধু তাই নয়, অস্ত্র মামলা, ধর্ষন, প্রকাশ্যে চাঁদাবাজি, সম্পদ লুটসহ জনগনের মনে আতংক সৃষ্টিকারী তানভির আহমেদ রিয়াজ। তার বিরুদ্ধে সিটি গ্রুপ কর্তৃক চুরি ও অস্ত্র মামলা থাকার সুবাদে পুলিশের হাতে গ্রেফতার হয়। ফলে বাংলাদেশ ছাত্রলীগের পদবী থেকে তাদেরকে বহিষ্কার করার প্রমাণ রয়েছে। সিটি গ্রুপ কর্তৃক চুরি ও অস্ত্র মামলার আসামী তানভির রিয়াজকে রূপগঞ্জ থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করায় ত্রিণমুলে চলছে নানান সমালোচনা।
তানভির রিয়াজ তারাবো পৌরসভার রূপসী গ্রামের রবিউলের ছেলে। সুবিধাবাদী কুচক্রী মহলের পৃষ্ঠ পোষকতায় বাংলাদেশ ছাত্রলীগের রূপগঞ্জ কমিটিকে কুলষিত করার লক্ষ্যে লেজুরাবৃত্তি রাজনীতিতে সম্পৃক্ত থাকা তানভীর আহমেদ রিয়াজ ও তার অনুসারী চক্র পেশীশক্তি ব্যবহার করার উদ্দেশ্যে সংগঠনে প্রবেশ করেছে বলে সচেতন মহলের অভিমত।অস্ত্র মামলার আসামী রুপগঞ্জ থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি।
Design & Developed By: ECONOMIC NEWS