বরিশাল প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় ২কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে নলছিটি থানা পুলিশ। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই মফিজুর রহমান’র নেতৃত্বে একটি টিম ১১নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া থেকে আসাদুজ্জামানকে আটক করে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় দুইকেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার কৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা । আটক মো. আসাদুজ্জামান শান্ত (৩৬) রংপুর জেলার মিঠাপুকুর থানার মো. আবদুল বাতেন সরকারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ঢাকার গাজীপুর থেকে গাঁজা কিনেছে। ঝালকাঠি জেলার বিভিন্ন জায়গায় বিক্রির করার জন্য এসেছিলো। নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান জানান, আটককৃত মো. আসাদুজ্জামান শান্তর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply