টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ তে তুলনামূলক সহজ গ্রুপে পড়লেও কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ২৪ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা করছে বাংলাদেশ। এই গ্রুপে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষও আছে। সবার বিপক্ষে একইরকম মানসিকতা নিয়ে নামার কথা বলেছেন সাকিব।
কয়েকদিন আগে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরাম জানিয়েছিলেন, বিশ্বকাপে অন্তত তিনটি ম্যাচ জিততে চান তারা। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার আগে সাকিব জানালেন, ‘বিশ্বকাপে আমাদের যেই পাঁচটা ম্যাচ আছে, তার প্রস্তুতি আমরা নিয়েই এসেছি। এখানে আমরা যার সাথেই খেলি, আমাদের প্রস্তুতি একই থাকবে এবং সেটাই থাকা উচিত। নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ের, ভারত, পাকিস্তান সবগুলো দলের বিপক্ষেই আমাদের প্রস্তুতি একই থাকবে। এতে কোনো পরিবর্তন আসবে না, আমাদের চিন্তাধারাতেও পরিবর্তন আসবে না।’
এদিকে নেদারল্যান্ডসকে ‘সহজ প্রতিপক্ষ’ হিসেবে ভেবে না দেখার আহ্বানও করেছেন সাকিব। তিনি বলেন, ‘নেদারল্যান্ডস কিন্তু কোয়ালিফাই করে ডিজার্ভিং টিম হিসেবেই এখানে এসেছে। এই ব্যাপার হয়তো আপনারাই সৃষ্টি করেছেন যে নেদারল্যান্ডস সহজ প্রতিপক্ষ। কিন্তু, আমরা কখনোই এটা ভেবে প্রস্তুতি নেই না যে কোন দল আসলে ভালো, কোন দল আসলে খারাপ। পৃথিবীর কোনো দলই সেটা করে না, সবসময়ই চেষ্টা করে দলকে জেতাতে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply