আসন্ন বিনিয়োগ সম্মেলনে মার্কিন কর্মকর্তাদের আমন্ত্রণ জানাবে না সৌদি আরব। আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে যখন বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য ব্যাপকতর হয়ে উঠেছে তখন রিয়াদ এই সিদ্ধান্ত ঘোষণা করল।
আগামী ২৫ অক্টোবর সৌদি আরবে তিন দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের এই সম্মেলনের নাম দেয়া হয়েছে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ। সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন, বিগত বছরগুলোর মতো চলতি বছর মার্কিন কর্মকর্তাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না। খবর- পার্সটুডের
সম্মেলনের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড এটিয়াস জানান, মার্কিন সরকারের কোনো কর্মকর্তাকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ তারা বিনিয়োগ সম্মেলনকে রাজনৈতিক প্লাটফর্ম বানাতে চান না।
তিনি আরও বলেন, আমরা অনেক রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানায়নি কারণ বুঝতে পেরেছি যে, যখন মঞ্চে রাজনৈতিক নেতারা থাকেন তখন গণমাধ্যম তাদের রাজনৈতিক এজেন্ডাগুলোকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। এ প্রেক্ষাপটে আমরা বিনিয়োগ সম্মেলনকে রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপান্তর করতে চাই না। চলতি বছরের বিনিয়োগ সম্মেলনে আমেরিকার বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের ৪০০ প্রধান নির্বাহী কর্মকর্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমারা মারাত্মকভাবে জ্বালানি সংকটে পড়ে। এরমাঝে ওপেক প্লাসভুক্ত দেশগুলোর তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের কারণে আমেরিকা সৌদি আরবের ওপর ভীষণ ক্ষুব্ধ হয়েছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। সৌদি আরবের এই বিনিয়োগ সম্মেলনকে অনেক সময় মরুভূমির দাভোস বলে আখ্যায়িত করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply