গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা দোয়া ও মোনাজাত করেন।
শুক্রবার (৭ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতির জনকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন।
এর আগে শুক্রবার সকাল সোয়া সাতটায় গণভবন থেকে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন তারা। পরে তারা পদ্মা সেতু পার হয়ে সার্ভিস এরিয়া-২ এ যাত্রা বিরতি করেন। সেখান থেকে যাত্রা করে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুর দুই কন্যা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply