ইতালিতে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জন। নিখোঁজ রয়েছেন আরও চার জন।
ইতালির মার্শেই প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটেছে।
দেশটির কর্তৃপক্ষ স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে মাত্র দুই তিন ঘণ্টায় প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আড্রিয়াটিক সাগর তীরবর্তী ওই অঞ্চলের রাজধানী আনকোনার আশপাশের বেশ কয়েকটি শহরে এই বৃষ্টিপাত হয়েছে। বন্যায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।
স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী, বন্যা শুরু হলে এক মা তার সন্তানকে গিয়ে গাড়িতে করে ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, কিন্তু এক পর্যায়ে গাড়িটি ডুবে গেলে মা ও সন্তান আলাদা হয়ে যায়। পরে ওই নারীকে উদ্ধার করা হয়। কিন্তু তার ছয় বছর বয়সী শিশু নিখোঁজ রয়েছে।
মার্শেই আঞ্চলিক সরকারের সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান স্তেফানো আগুজ্জি বলেছেন, আমাদের ধারণার চেয়েও অনেক বেশি বৃষ্টি হয়েছে। কম বৃষ্টিপাত হবে ধরে নিয়ে আমরা স্বাভাবিক সতর্কবার্তা জারি করেছিলাম কিন্তু এমনটা হবে তা কেউই আশা করেনি।
ইতালিয়ান সোসাইটি অব এনভায়রনমেন্টাল জিওলজির (এসআইজিইএ) বিশেষজ্ঞ পাওলা পিনো ডি’অ্যাস্টোর বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই বন্যা হয়েছে।
সূত্র: আল-জাজিরা.
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply