রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব ব্যাংকিং: ফিনটেক অ্যান্ড ব্লকচেইন টেকনোলজি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শনিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।
রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে অংশ নেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবোয়েদ উল্লাহ মাসুদ। কর্মশালায় ফিনটেক অ্যান্ড ব্লকচেইন টেকনোলজি নিয়ে আলোচনা করেন তথ্য প্রযুক্তিবিদ হাবিবুল্লাহ এন করিম।
এ সময় ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান, খান ইকবাল হোসেন ও আরবিটিএ’র প্রিন্সিপাল মোহাম্মদ সাফায়েত হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply