দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে শশ্মান ঘাটে অবৈধ ভাবে ভেকু দিয়ে বালু উত্তোলনের বাধা দেওয়ায় হামলায় ৪ জন আহত, বালু উত্তলনের ভেকু ও ৩ টি ড্রামট্রাক জব্দ, থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সরোজমিন ও মামলার এজাহার সূত্রে জানাযায়, ১২ আগষ্ট শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার দাসপাড়া এলাকার বালুর ঘাটের ইজারাদার নিজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী ও নিজপাড়া ইউপি সদস্য আব্দুর রাজ্জাক হিন্দু সম্প্রদায়ের একমাত্র মৃত্যুদাহ করার স্থান শশ্মান ঘাট হতে অবৈধ ভাবে ভেকু দিয়ে বালু উত্তোলন ও সমাধি ভেঙ্গে ফেলার প্রতিবাদে দাসপাড়ার সনাতন ধর্মালম্বী শতশত পুরুষ মহিলা বাধা দেয়।
এতে রাজ্জাক মেম্বার ক্ষিপ্ত হয়ে লোক জন নিয়ে তাদের উপরে হামলা শুরু করলে চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
আহত নরেন দাসের ছেলে ফুল কুমার (৩০), খুদি দাসের ছেলে মঙ্গল দাস (৬০), বিমল দাসের ছেলে মুক্তা দাস, মূত গোপাল দাসের স্ত্রী সুমিত্রা দাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সংবাদ পেয়ে, বীরগঞ্জ সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেন, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার, নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর রাহা বাপ্পী, বীরগঞ্জ পৌর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন ঘোষ পিযুষ ঘটনা স্থলে পরিদর্শনে গেলে এলাকাবাসী ও ভুক্তভোগীরা অতিবিলম্বে দোষি ব্যক্তিদের গেফতারের দাবি জানান।
এ সময়, পুলিশ ঘটনা স্থলকে থেকে একটি বালু উত্তলনের ভেকু, তিনটি ড্রামট্রাক জব্দ করেন। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন ও মারপিটের দায়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং- ১১। তারিখ – ১২/০৮/২০২২ ইং।
মোঃ নাজমুল ইসলাম (মিলন)
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply