মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দেয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নুরুল হাসান সোহান। অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই টস হারলেন সোহান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ এরভিন।
স্কোয়াডে জায়গা পেলেও অভিষেকের অপেক্ষা বাড়ল পারভেজ হোসেন ইমনের। ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে দেখা যাবে মুনিম শাহরিয়ারকে। এদিকে ছন্দে না থাকলেও একাদশে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাসকিন আহমেদ ফিরলেও জায়গা হারিয়েছেন শেখ মেহেদি হাসান।
বাংলাদেশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে: রেজিস চাকাভা, ক্রেইগ এরভিন, ওয়েসলি ম্যাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগ্রাভা, তানাকা শিভাঙ্গা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply