আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সাথে যেকোন সামরিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন।
কোরিয়া যুদ্ধ অবসানের ৬৯তম বার্ষিকীতে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
কিম জং উন বলেন, আমাদের সামরিক বাহিনী যেকোনো সংকট মোকাবেলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবং আমাদের দেশের পরমাণু যুদ্ধাস্ত্রও শত্রুর বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে। যুদ্ধ অবসানের ৭০ বছর পরে এসেও আমেরিকা দক্ষিণ কোরিয়ারকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিপজ্জনক ও অবৈধামূলক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে নানা চক্রান্ত করে আমেরিকার তার আচরণকে ন্যায্য বলে প্রমাণের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, সামরিক তৎপরতার নামে আমেরিকা দ্বিমুখী অবস্থান বজায় রেখে চলেছে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে যে বৃহৎ পরিসরের সামরিক মহড়া চালায় তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে মারাত্মক হুমকি এবং উসকানি। এই কারণে দুই দেশের সম্পর্ক অত্যন্ত কঠিন হয়ে উঠেছে এবং সংঘাত ময় এই অবস্থা থেকে ফিরে আসার কোনো পথ নেই।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply