বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

বিএসইসি চেয়ারম্যান: আগামীতে পুঁজিবাজারে নতুন অনেক কিছু আসবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩৬ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, শিগগিরই এক্সপোজার লিমিটের সমস্যার সমাধান হবে। বাংলাদেশের পুঁজিবাজারে আগামীতে নতুন অনেক কিছু আসবে।

তিনি আরও বলেন, আগামি মাসেই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কমোডিটি এক্সচেঞ্জ শুরু করতে যাচ্ছে।
মঙ্গলবার (২৬ জুলাই) গ্রীন ডেল্টা ক্যাপিটাল আয়োজিত “পদ্মা সেতু পুঁজিবাজারের জন্য একটি সুযোগ” (Padma Bridge and Opportunities for Bangladesh Capital Market) শীর্ষক এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম।

গ্রীনডেল্টা ক্যাপিটালারের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এতে মূল প্রবন্ধ পাঠ করেন।

স্বাগত বক্তব্য রাখেন গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নাসির আহমেদ চৌধুরী।

একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর হোসেন, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »