যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার হিথ্রোতে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, তাপমাত্রা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মাত্র এক ঘণ্টা আগে সুরের চার্লউডে তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ২০১৯ সালে ক্যামব্রিজে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
এদিকে, শিরলি হিলস এলাকায় ঘাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিনির্বাপন বাহিনী ২৫ কর্মী আগুন নেভাতে কাজ করছে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড।
এর আগে, পূর্ব লন্ডনের পি লেনেও ঘাস থেকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সেখানে আগুন নেভাতে ১৭৫ জন কর্মী কাজ করছেন বলে জানিয়েছিল ফায়ার ব্রিগেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply