পাকিস্তানে শতাধিক বরযাত্রী নিয়ে নৌকাডুবে নারী-শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নৌকাডুবিতে এখনো ৩০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলছে। সোমবার (১৮ জুলাই) পাঞ্জাবের সিন্ধু প্রদেশের সাদিকাবাদ জেলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা। খবর- আল-জাজিরা ও ডনের
সংশ্লিষ্ট সূত্রে, শতাধিক বিয়ের যাত্রী নিয়ে নৌপথে পার হচ্ছিলেন ট্রলারচালক। এই সময় অতিরিক্ত লোডের কারণে ট্রলারটি ডুবে গিয়ে অন্তত ৩০ জন মারা যান। দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন ৩০ জন। উদ্ধারের জন্য প্রায় ৩৫ জন ডুবুরি মোতায়ন করেছে দেশটির সরকার।
এ ঘটনায় পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক টুইটে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ইন্ডাস নদীতে নৌকা (ট্রলার) উল্টে গিয়ে ১৯ জনের প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। আমরা আল্লাহর কাছে নিহতদের জান্নাতবাসী করার জন্য দোয়া করছি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পরিবারদের ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি।
এদিকে সরকারি সূত্র আসলাম তাসলিম জিও নিউজকে বলেন, এখনো পর্যন্ত ২০ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। ট্রলারে সঠিক কি পরিমাণ লোক ছিল সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত না। আমরা পরিবারগুলো গণনার মাধ্যমে এ সংখ্যা শুধু অনুমান করেছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply