শ্রীলঙ্কা পরিস্তিতিতে হস্তক্ষেপ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে তামিলনাড়ুভিত্তিক রাজনৈতিক দলগুলো। এই আহ্বানের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার আগামী মঙ্গলবার রাতে সর্বদলীয় বৈঠক ডেকেছে। খবর- এনডিটিভির
এ বিষয়ে ব্রিফিং দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। এতে বলা হয়েছে, পার্লামেন্টের আসন্ন বর্ষাকালীন অধিবেশনকে সামনে রেখে ডিএমকে এবং এআইএডিএমকে এক বৈঠক থেকে দাবি জানিয়েছে, প্রতিবেশী ওই দেশটিতে ভারতকে হস্তক্ষেপ করতে।
তারা সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। সরকারি বার্তা সংস্থা পিটিআই’কে এক্ষেত্রে উদ্ধৃত করা হয়। ডিএমকে এবং এআইএডিএমকে -এই দুটি দল শ্রীলঙ্কায় তামিল জনগোষ্ঠীর পরিস্থিতি তুলে ধরে।
এমন আহ্বান জানান এআইএডিএমকের এম থাম্বিদুরাই। এ দলটি ভারতে কেন্দ্রীয় সরকারের জোটে রয়েছে। অন্যদিকে একই দাবি জানিয়েছেন ডিএমকের টিআর বালু। এ দলটি তামিলনাড়ু রাজ্য শাসন করে। তারা সবাই আহ্বান জানালেও ভারত সরকার সেই আহ্বানে সাড়া দেবে কিনা তা পরিষ্কার হতে পারে মঙ্গলবারের বৈঠক থেকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply