এক সময়ের চরম শত্রু, ফিলিস্তিনী ভূমির অবৈধ দখলদার ইসরাইলের সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশ পথ খুলে দিয়েছে সৌদি আরব। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় এত দিন দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারত না ইসরাইল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের আগ মূহূর্তে ইসরাইলের জন্য নিজেদের আকাশ খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আজ শুক্রবার (১৫ জুলাই) ইসরাইল থেকে সৌদি আরব যাওয়ার কথা জো বাইডেনের।
ইসরাইলের জন্য সৌদি আকাশ খুলে দেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সৌদির বিমান কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে, উড্ডয়নে কর্তৃপক্ষের আবশ্যিক শর্তাবলি পূরণ করে—এমন সব বিমানের জন্য সৌদি আরবের আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন এই সিদ্ধান্তের প্রশংসা করে এক বিবৃতিতে জানিয়েছেন, এই সিদ্ধান্ত সৌদি আরবের সঙ্গে অনেক মাস ধরে প্রেসিডেন্টের অবিচল ও নীতিগত কূটনীতির ফল, যা আজ তার সফরে চূড়ান্ত পরিণতি পেল।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply