সিভিয়েরোদনেৎস্কে এখনো তীব্র লড়াই চলছে। তারই মধ্যে খারকিভে ভায়বহ আক্রমণ চালিয়েছে রাশিয়া। নিহতদের মধ্যে বেসামরিক মানুষও আছেন। এ দিকে সিভিয়েরোদনেৎস্কের কাছে আরো একটি গ্রাম দখল করেছে রাশিয়া। গ্রামটির নাম তোশকিভকা।
খারকিভের গভর্নর জানিয়েছেন, সেখানে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়ার সেনা। মঙ্গলবার তারই জেরে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে গভর্নরের দাবি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভের ঘটনাকে নির্মম হত্যা বলে ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনা যুদ্ধাপরাধ। রাশিয়াকে এই কাজের জন্য শাস্তি দেওয়া উচিত। রাশিয়ার বিরুদ্ধে আরো কড়া নিষেধাজ্ঞা জারি করুক পশ্চিমা দেশগুলি।
উল্লেখ্য, এখনো পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ছয়টি নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছে। সপ্তম প্যাকেজটি নিয়েও আলোচনা শুরু হয়েছে।
খারকিভের পাশাপাশি লুহানস্কেও তীব্র লড়াই চলছে। সেখানকার গভর্নর জানিয়েছেন, সিভিয়েরোদনেৎস্কের একটি অংশ রাশিয়া দখল করে নিলেও এখনো অ্যাজট রাসায়নিক কারখানা ঘিরে রেখেছে ইউক্রেনের সেনা। সেখানে প্রবল লড়াই চলছে। কারখানার ভিতর আটকে আছেন অন্তত তিনশ বেসামরিক মানুষ।
ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের অন্তত এক হাজার পাঁচশ বেসামরিক ব্যক্তিকে বন্দি করে রেখেছে। রাশিয়ার একাধিক কারাগারে তাদের আটকে রাখা হয়েছে। দ্রুত তাদের ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
এদিকে, রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নেতারা জানিয়েছেন, আগামী কয়েকমাসের মধ্যেই খারকিভের এলাকাগুলিতে গণভোট নেওয়া হবে। গণভোটের মাধ্যমেই রাশিয়ার অন্তর্ভুক্ত হবে ওই এলাকাগুলি। যদিও ইউক্রেন এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। সূত্র: ডিডাব্লিউ, আল-জাজিরা, রয়টার্স, এপি, এএফপি
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply