চীনাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা বা ত্রাণসামগ্রী নয়, বিনিয়োগ চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, পাকিস্তান ও চীনের সঙ্গে বন্ধুত্ব রোদ-বৃষ্টি-ঝড়ের মধ্য দিয়ে পাকাপোক্ত হয়েছে। পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম জিও এ তথ্য জানায়।
শেহবাজ চীনের প্রশংসা করে জানান, গত তিন দশকে চীন তার বিভিন্ন খাতকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এসময়ে চীন তার সম্পত্তির সীমাকেও অনেক উচ্চতায় নিয়ে গেছে বলে জানান তিনি।
সোমবার (৩০মে) পাকিস্তানে চীনের বিনিয়োগ কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তান তার চলার প্রতিটি ক্ষেত্রে চীনের সমর্থন পাওয়ার প্রত্যাশা করে এবং পাকিস্তান শিল্প ও কৃষি ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা থেকে উপকৃত হবে।
তিনি আরো জানান, পাকিস্তানকে সামনে এগিয়ে নিতে যত বাঁধাই আসুক না কেন, তা কাটিয়ে ওঠতে আমরা (পাকিস্তান ও চীন) একসাথে আলোচনায় বসে সমাধান করবো। আর এ জন্যই পাকিস্তানের প্রয়োজন চীনা বন্ধুদের অকৃত্রিম সমর্থন। এটা অর্থবিত্ত, ত্রাণ ও অন্যান্য সহযোগিতার শর্তে নয় বরং তা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের শর্তে।
“পাকিস্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু চীন” উল্লেখ করে শেহবাজ শরীফ চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর চুক্তিতে পাকিস্তানকে অবিরত সমর্থন দেওয়ার জন্য।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply