রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানদার কাজী জহুরুল ইসলাম বাবু হত্যা মামলায় এমদাদুল হক ওরফে ‘গন্ডার’কে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মে) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহিদুল্লাহ, মনির ও আজাদুল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রথম দুই আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এমদাদুলের ভাই।
আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন এসব তথ্য জানান।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৭ জুলাই সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে স্টেশনারি দোকানি কাজী জহুরুল ইসলাম বাবুকে মিরপুরের মধ্য মনিপুর এলাকার বাসা থেকে ডেকে ছুরিকাঘাতে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই কাজী তাজুল ইসলাম মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্ত করে ২০১৪ সালের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply