
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত সবুজ মিয়ার মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার রাতে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩এস-এর কাছে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় বিজিবি, পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত সবুজ ইসলাম পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
এর আগে বৃহস্পতিবার ভোররাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫নং মূল সীমানা পিলারের কাছে বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হন। কয়েকজন বাংলাদেশি নাগরিক ওই সীমান্তের শূন্যরেখায় প্রবেশ করলে গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থলে গুলিবিদ্ধ সবুজ মিয়া (২২) মারা যান। তার সঙ্গীরা পালিয়ে এলেও, সবুজের মরদেহটি নিয়ে যায় বিএসএফ।
পরে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই মরদেহটি বাংলাদেশের কাছে হস্তান্তর করে বিএসএফ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply