বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকরণে ১২ই ফেব্রুয়ারি জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে: তারেক রহমান পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সামিট অ্যালায়েন্স চুয়াডাঙ্গার কোর্ট মোড় এলাকায় দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের গণসংযোগ এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করলো কমিউনিটি ব্যাংক গাজীপুরে র্যা বের অভিযান জাল টাকার কারখানা থেকে আটক -৩ ভোটের অধিকার বনাম ভাতের লড়াই! আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন : কুমিল্লায় নির্বাচন কমিশনার সানাউল্লাহ নেত্রকোনায় জামায়াত কর্মীর প্রতিষ্ঠানে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন রাজীবপুরে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে মোরগ-মুরগি বিতরণ ধানের শীষে ভোট চেয়ে আবাদের হাটে সাতক্ষীরা-২আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী গণসংযোগ

নেত্রকোনায় জামায়াত কর্মীর প্রতিষ্ঠানে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

সাগর আহমেদ জজ
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ Time View

সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পরিষদ সংলগ্ন আমতলা এলাকায় ‘নওরোজ কোচিং সেন্টারে সোমবার দিবাগত রাতে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সূত্র মতে, সাধারণ মানুষের এনআইডি সংগ্রহ করে নিত্যপণ্য বিতরণের সন্দেহে জামায়াতের ৩কর্মীকে অবরুদ্ধ করা হয়।

ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পরদিন মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার রওশনারা রোডে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নওরোজ কোচিং সেন্টার, নওরোজ কম্পিউটার ট্রেনিং সেন্টার ও ‘ফ্যামিলি শপ’-এর স্বত্বাধিকারী এবং জামায়াত কর্মী সুরুজ্জামান অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। হামলায় প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও কম্পিউটারসহ ডাল, আটা, তেল, সাবান ও ডিটারজেন্টসহ বিভিন্ন মালামাল লুটপাট এবং শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন। এতে তার আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

সংবাদ সম্মেলনে নেত্রকোনা জেলা আমির সাদেক আহমদ হারিছ অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে রাজনৈতিক প্রভাবের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপির প্রার্থীর আত্মীয়স্বজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেত্রকোনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোস্তফা মাসুম বলেন, দলীয় কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে বাধা সৃষ্টি করে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীন, নেত্রকোনা জেলা ছাত্রশিবির সভাপতি রাসেল আহমেদ, সদর ইউনিয়ন জামায়াত সভাপতি তাজুল ইসলাম বাবুল এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের পূর্বধলা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS