বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাষ্ট্র বিনির্মাণের ডাক: সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’ জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: কটিয়াদীতে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হাবিবা আক্তার শ্রাবণী  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার ১১ আসনে পোস্টাল ব্যালটের ভোটার ১ লাখ ১১ হাজার ৫৫০ চুয়াডাঙ্গায় আলু উৎপাদনের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি আমার দীর্ঘ দিনের ইচ্ছা সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল করা- শামা ওবায়েদ ইসলাম রিংকু উত্তরায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় পশ্চিম থানায় এজাহার দাখিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঃ বরিশাল বিভাগে ভোটের লড়াইয়ে ৩ নারী প্রার্থী…! কাউখালীতে শিশুদের ঝরে পড়া রোধে স্কুল ফিডিং কর্মসূচি উত্তর মান্ডায় লিটনের জুয়ার আস্তানায় অভিযান: ১৭ জুয়াড়ি আটক, দীর্ঘদিনের অবৈধ কার্যক্রমের অভিযোগ

চুয়াডাঙ্গায় আলু উৎপাদনের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় আলু উৎপাদন বৃদ্ধি ও সঠিক সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে কৃষকদের দক্ষ করে তুলতে “আলু উৎপাদনের আধুনিক কলাকৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মতিউর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল আহাদ মন্ডল, চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলাম, বৈজ্ঞানিক সহকারী রাসেল কবির তরফদার ও হাসান আলী।

প্রশিক্ষণে আলুর উন্নত জাত নির্বাচন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সুষম সার ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমন কৌশল এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করলে আলু উৎপাদনে খরচ কমিয়ে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মেহেরপুর কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS