
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তবকপুর ইউনিয়নে অবৈধ ভাবে কৃষিজমি ও নদীর পাড় থেকে মাটি উত্তোলন ও বহনের দায়ে পৃথক অভিযানে জরিমানা ও যানবাহন জব্দ করা হয়েছে।
জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কারিপাড়া এলাকায় রাতের আঁধারে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের সময় আল আরাফাত হোসেন নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ ধারায় তাকে ১,২০,০০০/- (এক লাখ বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উলিপুর পৌরসভার ব্র্যাক অফিসের পিছনে বুড়িতিস্তা নদীর পাড় থেকে মাটি নিয়ে যাওয়ার দায়ে মো: রাকিব নামের এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, দুর্গাপুর ইউনিয়ন ও পৌরসভার চিলমারী রোডের পাশ থেকে অবৈধভাবে মাটি বহনের সময় দুইটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply