
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বুধবার ৩১ ডিসেম্বর বিকাল ৫টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি দল দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের বাটিকাডাঙ্গা দক্ষিণ পাড়ায় অভিযান চালায়।
অভিযানকালে এসআই (নিঃ) আবু হেনা মোঃ মোস্তফা কামাল, এসআই (নিঃ) সৌমিত্র সাহা ও এএসআই মোঃ আবু আল ইমরানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আসামির নিজ বসতবাড়ির উঠান থেকে মোঃ সাইফুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি বাটিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ গিয়াস উদ্দিন মোন্টার ছেলে।
গ্রেপ্তারের সময় আসামির হেফাজত থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply