বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত রাজধানীতে আবার ভূমিকম্প ম্যানগ্রোভ বন কেটে চিংড়িঘের তৈরি না করার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল অভিযান পরিচালিত কে এইচ বি সিকিউরিটিজের অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে বিএসইসির তদন্ত করার সিদ্ধান্ত নির্বাচিত ১৫ জন সদস্যের মাধ্যমে ডিবিএর নতুন পর্ষদের যাত্রা শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট প্রসঙ্গে ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় সাদাকা হিসেবে রাজধানীর বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় আগামীকাল যুবদলের ছাগলের মাংস বিতরণ কর্মসূচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠনের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের

ম্যানগ্রোভ বন কেটে চিংড়িঘের তৈরি না করার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ Time View

ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
ম্যানগ্রোভ বন কেটে চিংড়িঘের তৈরি না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, উপকূলীয় পরিবেশ সুরক্ষায় ম্যানগ্রোভ বন অপরিহার্য।

উপদেষ্টা গতকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত ‘Transforming Policy Support for Reviving Bangladesh’s Shrimp Sector’-শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, চিংড়িতে জেলি ব্যবহারসহ নানা অভিযোগের কারণে আন্তর্জাতিক বাজারে আমাদের রপ্তানি সংকুচিত হয়েছে। যা দেশের জন্য বড় ক্ষতি। মাঠপর্যায়ে বাস্তব তথ্য সংগ্রহ না করে মাঠের বাস্তবতা না শুনে সঠিক নীতি নির্ধারণ সম্ভব নয়।

সামুদ্রিক মাছের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, অবৈধ, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত আহরণের ফলে গত সাত বছরে সাগরে মাছের মজুত ৭৮ শতাংশ কমেছে-যা অত্যন্ত ভয়াবহ।

মৎস্যখাতের বিদ্যুৎ বিল বৈষম্য বিষয়ে তিনি আরো বলেন, খাদ্য উৎপাদনকারী মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে শিল্প শ্রেণির মতো বিদ্যুৎ বিল দিতে হয়-যা বৈষম্য। এ সমস্যার সমাধানে কাজ করছে সরকার। আশা করা যাচ্ছে শিগগিরই বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় মিলবে। সুদের হার কমানো ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে তিনি জানান, একটি বিশেষায়িত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া হয়েছে। প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব চাষাবাদে জোর দিলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

মৎস্য ও প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ স্বতন্ত্র সেক্টর হিসেবে স্বীকৃতির প্রয়োজনীয়তা তুলে ধরে উপদেষ্টা বলেন, এটি সাব-সেক্টর নয়, পূর্ণাঙ্গ সেক্টর। আন্তঃমন্ত্রণালয় বৈষম্য দূরীকরণে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এ খাতে অর্থায়নই একমাত্র সমাধান নয়। উৎপাদনশীলতা কম হওয়াই বড় সমস্যা। তিনি প্রকৃত উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।

বিএফএফইএ’র প্রেসিডেন্ট মোঃ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন বক্তব্য প্রদান করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোঃ তারিকুল ইসলাম জহির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই এর গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার। আলোচনা শেষে সিমার্ক (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল আহমেদ সার্বিক আলোচনার সংক্ষিপ্তসার তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS