মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ ডিসেম্বর বুধবার, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অগ্রগামী নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলাবাসীর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন নিউমার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ আল হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান শরীফ। এছাড়া উপস্থিত ছিলেন সাহিদ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান (টরিক),
আয়োজক সূত্রে জানা যায়, প্রায় চার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুরো দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে বিকাল ৫টায় সমাপ্ত হয়।
দোয়া মাহফিলে বক্তব্যে মোঃ শরিফুজ্জামান শরীফ বলেন, “বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চুয়াডাঙ্গার সকল শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়েছেন। আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়াকে চুয়াডাঙ্গার মানুষের দেখানো সম্মানে আমি গর্বিত। তিনি সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উন্নয়নের ধারাবাহিকতা রেখে গিয়েছিলেন, বেগম খালেদা জিয়া তা ধরে রেখেছেন। তিনি এখন গুরুতর অসুস্থ—তার দ্রুত সুস্থতা কামনায় সবাই আন্তরিকভাবে দোয়া করবেন, যেন তিনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম টিটু ও খালিদ মাহমুদ মিল্টন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু, জেলা মহিলাদলের সভানেত্রী রউফুন নাহার রিনা, জেলা যুবদলের সভাপতি আব্দুর রশিদ ঝন্টু, সাধারণ সম্পাদক শরীফুর জামান সিজার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মালিথা সহ জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, যুবদল শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী বৃন্দ। এসময় হাজার হাজার সাধারণ মানুষ ছাড়াও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলকে ঘিরে চুয়াডাঙ্গায় ছিল এক আবেগঘন পরিবেশ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply