শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লভ্যাংশ ঘোষণা ইনডেক্স এগ্রোর সামিট অ্যালায়েন্স লেনদেনের শীর্ষে তৃতীয় প্রান্তিক প্রকাশ এনআরবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ ইউসিবির আলমডাঙ্গার হারদীতে জামায়াতের প্রার্থী এ্যাড: রাসেলের বিশাল পথসভা: ‘আমরা ক্ষমতার নয়, মানুষের সেবার রাজনীতি করি’ হরিপুরে মির্জা রুহল আমিন গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা সর্ম্পণ হয়েছে প্রিমিয়ার ব্যাংকে “ইন্টিগ্রিটি ও এথিকস প্র্যাকটিস ইন ব্যাংকিং” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষমতায়নে রবির স্মার্ট ছড়ি বিতরণ ইউনিয়ন ব্যাংকে রয়েছে আকর্ষণীয় বিশেষ আমানত প্রকল্প বিশ্ব খাদ্য দিবস বনাম বিশ্ব খাদ্যহীন দিবস: বহুজাতিক কর্পোরেট, বিশ্বব্যাংক ও আইএমএফের নীতি বন্ধ কর–খাদ্যের অধিকার ও পরিবেশবান্ধব কৃষি নিশ্চিত কর!

আলমডাঙ্গার হারদীতে জামায়াতের প্রার্থী এ্যাড: রাসেলের বিশাল পথসভা: ‘আমরা ক্ষমতার নয়, মানুষের সেবার রাজনীতি করি’

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়ন ২নং ওয়ার্ডের উদ্যোগে গত বৃহস্পতিবার (গতকাল) বিকেল ৪টায় এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২নং ওয়ার্ড সভাপতি মো. মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি করি না, মানুষের সেবার রাজনীতি করি, যা জামায়াতে ইসলামীর বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রমাণিত। রাষ্ট্রক্ষমতায় যাই বা না যাই, আমরা সকল সময় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ ইনসাফ, ন্যায়বিচার ও শান্তি চায়। জামায়াতে ইসলামী সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রতীক। ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য।”

তিনি আরও যোগ করেন, “আজ দেশের মানুষ দুর্নীতি, বেকারত্ব, অন্যায় ও বৈষম্যের যাঁতাকলে পিষ্ট। এই অব্যবস্থার পরিবর্তনে জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে রয়েছে। জনগণের দোয়া ও ভালবাসাই আমাদের শক্তি। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবার দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় আনতে হবে, যেন বাংলাদেশকে একটি উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারি।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জি.এ সাংগঠনিক থানা আমীর মো. আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি মো. কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য শাহজাহান মিয়া ও ফরিদ উদ্দিন, হারদী ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।

হারদী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমানী পথসভাটি সঞ্চালনা করেন।

বক্তারা আগামীর বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক ও শান্তিময় রাষ্ট্রে রূপান্তরের আহ্বান জানান এবং বলেন যে জনগণের সহযোগিতা ও দোয়াই এই পরিবর্তনের প্রধান শক্তি। পথসভায় স্থানীয় জনতার চোখে পড়ার মতো উপস্থিতি প্রমাণ করে, হারদী এলাকায় জামায়াতে ইসলামী জনগণের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS