সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ০ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ০৫ শতাংশ কমেছে আর তৃতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্স লিমিটেডের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৭৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বিবিএস ক্যাবলস পিএলসি, ইনটেক লিমিটেড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS