পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বিমা তহবিলের ঘাটতির পরিমাণ বেড়েই চলছে। চলতি বছরের ৩০ জুন শেষে তহবিল ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৩০৮ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ৩০ জুন শেষে পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩০৭ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। গত ৩১ মার্চ শেষে এই ঘাটতির পরিমাণ ছিল ৩০১ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ চলতি বছরের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির জীবন বিমা তহবিলে ঘাটতি বেড়েছে ৬ কোটি ৫৩ লাখ ২০ হাজার টাকা।
এদিকে গত এক বছরে পদ্মা ইসলামী লাইফের ঘাটতি বেড়েছে ৩৫ কোটি ১৩ লাখ ৮০ হাজার টাকা। গত বছরের জুন শেষে কোম্পানির তহবিল ঘাটতি ছিল ২৭২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২১ আগস্ট। ২০২৩ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। সর্বশেষ ২০১৬ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল পদ্মা লাইফ।
কোম্পানিটির মোট ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ ঝুঁকি বিবেচনায় কোম্পানির সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকির পরিমাণ বেশি।
Design & Developed By: ECONOMIC NEWS