সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

খুনের খেলায় মেতেছে আওয়ামী দোসররা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দেশে নৈরাজ্য সৃষ্টি করতে আওয়ামী দোসররা খুনের খেলায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ আগস্ট) সংবাদ মাধ্যম পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি। গত মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বড়কান্দী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি খবির উদ্দিন সরকারকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে তাদের দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না বলেই বর্তমান ফ্যাসিবাদমুক্ত পরিস্থিতিতে দেশব্যাপী খুন-খারাবির মতো পৈশাচিক ও লোমহর্ষক খেলায় মেতে উঠেছে।’

পশুর চেয়েও হিংস্রতা ও ভয়াবহ আওয়ামী দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, ‘খুন-খারাবির মাধ্যমে ঘাপটিমারা আওয়ামী দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এ কারণেই জনগণসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের পৈশাচিক কায়দায় হত্যা করা হচ্ছে। গতকাল জাজিরা উপজেলার বড়কান্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বড়কান্দী ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি খবির উদ্দিন সরকারকে নির্মমভাকে হত্যা করার ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ।’

সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এর কোনো বিকল্প নেই। সন্ত্রাসীদের দমণে অন্তর্বর্তী সরকারকে কঠোর পন্থা অবলম্বন করতে হবে। নইলে সন্ত্রাসীদের দাপটে দেশ আবারো অস্থিতিশীল হয়ে পড়বে। তাই হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।’

বিবৃতিতে খবির উদ্দিন সরকারকে হত্যাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল। নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

অপর এক বিবৃতিতে খবির উদ্দিন সরকারকে নির্মমভাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS