রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশে চালু হলো নতুন যুগের ক্রাউডশিপিং সেবা ‘ডিমহাম’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ নিউইয়র্কভিত্তিক একটি উদ্ভাবনী ক্রাউডশিপিং স্টার্টআপ, আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ রুটে তাদের সেবা চালু করেছে। এই স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতারা বাংলাদেশি এবং তাদের লক্ষ্য আগামী ১৮ মাসে কানাডা, ভারতসহ ১৫০টিরও বেশি দেশে এই সেবা সম্প্রসারণ করা।

ডিমহাম একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম, যা ব্যক্তিগত পণ্য প্রেরণের জন্য যাত্রী ও প্রেরকদের মধ্যে সংযোগ স্থাপন করে। আপনি যদি উপহার, কাপড়, ল্যাপটপ, ওটিসি ওষুধ কিংবা গুরুত্বপূর্ণ নথি পাঠাতে চান—ডিমহাম আপনাকে একজন যাচাইকৃত ভ্রমণকারীর সাথে যুক্ত করে, যিনি ওই গন্তব্যে যাচ্ছেন।

সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “ডিমহাম শুধু একটি কুরিয়ার নয়, এটি প্রবাসী ও স্থানীয় মানুষের মাঝে হৃদয়ের সেতুবন্ধন। আমরা প্রযুক্তি দিয়ে বিশ্বজুড়ে মানুষকে আরও কাছাকাছি আনতে চাই।”

ডিমহাম যেভাবে কাজ করে: প্রেরকরা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে ডেলিভারি রিকোয়েস্ট পোস্ট করেন এরপর যাত্রীরা তাদের ভ্রমণপথ অনুযায়ী রিকোয়েস্ট গ্রহণ করেন তারপর পণ্যটি হাতে হাতে গ্রহণ ও ডেলিভারি করা হয়। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে প্লেড দিয়ে আইডি ভেরিফিকেশন ও স্ট্রাইপ দিয়ে পেমেন্ট সুরক্ষা ব্যবস্থাপনা করা হয়।

ডিমহামের বৈশিষ্ট্য: বৈশ্বিক কাভারেজ অর্থাৎ রুট সম্প্রসারণ চলমান, সাধারণ কুরিয়ারের তুলনায় কম খরচ মানে সাশ্রয়ী, যাত্রীদের সঙ্গে পণ্য পৌঁছায় সময় বাঁচিয়ে অর্থাৎ দ্রুত এছাড়া যাচাইকৃত ভ্রমণকারী ও সুরক্ষিত লেনদেন যথেষ্ট নিরাপদ আর পাঠানো যাবে উপহার, ইলেকট্রনিক্স, ওষুধ (ওটিসি), কাপড়, নথি এবং আরও অনেক কিছু।

ডিমহাম শুধু একটি অ্যাপ নয়—এটি বিশ্বাস, যোগাযোগ এবং সহানুভূতির বৈশ্বিক নেটওয়ার্ক। আরও জানতে সাইনআপ করুন: www.dimhum.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS