নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদ-উল-আযহার ফিরতি যাত্রায় ট্রেনযোগে যাত্রী পরিবহনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির।
রেলপথ মন্ত্রণালয় ঈদের ফিরতি ট্রেনযাত্রায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানালেও, বর্তমানে স্ট্যান্ডিং টিকিট বিক্রি এবং অতিরিক্ত যাত্রী তোলার কারণে ট্রেনের অভ্যন্তরে যাত্রীদের ঘন অবস্থান, ঠাসাঠাসি ভিড় এবং সংক্রমণের উচ্চ ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এতে করে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি বাস্তবায়ন কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, স্ট্যান্ডিং টিকিট চালু থাকলে স্বাস্থ্যবিধি মানা যায় না এবং অতিরিক্ত যাত্রীবহন সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ায়। বাড়তি যাত্রীর এই গাদাগাদি ভিড় বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য এই অবস্থা মারাত্মক হুমকিস্বরূপ এবং এটি রেলপথ মন্ত্রণালয়ের নিজস্ব নির্দেশনারও পরিপন্থী।
এ অবস্থায়, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি নিম্নোক্ত দাবি জানাচ্ছে-
১. ঈদের যাত্রায় স্ট্যান্ডিং টিকিট বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে;
২. ট্রেনের ধারণক্ষমতার বাইরে যাত্রী বহন নিষিদ্ধ করতে হবে;
৩. মাস্ক ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে;
৪. রেলওয়ে প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সমন্বয়ে ভ্রাম্যমাণ টিম চালু করতে হবে।
জনগণের নিরাপত্তা, স্বাস্থ্য এবং শৃঙ্খলিত ট্রেন সেবার স্বার্থে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানানো হচ্ছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply