নড়াইল প্রতনিধি: নড়াইলের কালিয়া উপজেলা বারোইপাড়া থেকে মহাজন বাজার পর্যন্ত সাড়ে চৌদ্দ কিলোমিটার রাস্তা সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। যথাযত কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাযোসে শিডিউল মোতাবেক কাজ হচ্ছেনা। স্থানীয়রা অনিয়মের অভিযোগ করলেও কর্তৃপক্ষ আমলে না নিয়ে নিম্ন
মানের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা প্রকৌশলী কালিয়ার দফতর থেকে জানা যায়,ওই সড়কের দুই পাশে ৩/৩ ফুট প্রশস্ত করণের কাজ চলছে। ওখানে নিয়মের তোয়াক্কা না করে পাইপ লাইনে বলগের সাহায্যে বালু দেওয়া হচ্ছে এবং নীচে ১০ ইঞ্চি বালু দেওয়ার কথা থাকলেও সরেজমিনে গিয়ে অধিক বালু ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরবর্তী ধাপে ৫০/৫০ ভাগ খোয়া ও বালুর মিশ্রণ দেওয়ার কথা অথচ দেওয়া হচ্ছে অনুমান ৭০% বালু এবং ৩০ % ইটের খোয়া। সচেতন মহলের ধারণা এলজিইডি অফিস সঠিক তদারকির অভাবে ২২ কোটি ৯১ লক্ষ টাকার এ কাজে চলছে ব্যাপক অনিয়ম।
অনিয়মের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইডেন প্রাইজের সাইট ম্যানেজার ইমরুলের সাথে মুঠো ফোনে কথা হলে ৫% অনিয়ম হতে পারে বলে স্বীকার করেন। তবে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এবং ঢাকার পিডি এসে ল্যাবে টেস্ট করে গেছে বলে তিনি জানান।
এ বিষয়ে কালিয়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রনাব কান্তি বল বলেন, ঠিকাদারের কথা ভুল এবং এ কাজে অনিয়মের কোন সুযোগ নেই। আমি ওই সড়কের কাজ চেক করেছি। অনিয়ম পাইনি। তবে অভিযোগ স্থলে এখনো পরীক্ষা করা হয়নি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply