নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সাউথ ডেভেলপার ফোরাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার একটি রিয়েল এস্টেট ব্যবসায়ী সংগঠন। এই সংগঠনের উদ্যোগে ২৪ মে ২০২৫, রোজ শনিবার, বিকাল ৩ টায় জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে “আবাসন সেক্টরের সংকট ও উত্তরণের উপায়” শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।
উক্ত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়াও কী নোট স্পিকারের বক্তব্য রাখেন ঢাকা সাউথ ডেভেলপার ফোরামের সাধারণ সম্পাদক ড. হারুন অর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান মামুন, সহ সভাপতি জনাব মোঃ হামিদুর রহমান সোহাগ, প্রমোট বিল্ডার্সের এমডি জনাব ইন্জিঃ মাহবুবুল হক, রিহ্যাব পরিচালক জনাব সুরুজ সরদার ও শেখ কামাল হোসেন প্রমূখ, গোল টেবিল বৈঠক পরিচালনা করেন ঢাকা সাউথ ডেভেলপার ফোরাম এর ট্রজারার জনাব কাজী মোঃ ওবায়েদ উল্লাহ আবাসন সেক্টরের সংকট ও উত্তরণে উপায় শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, এ সেক্টর কঠিন দূর সময় পার করছে বিশেষ করে রাজউক বৈষম্যমুলক ড্যাব (২০২২-৩৫) নীতি প্রনয়ণ করা, নির্মান সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ ইউটিলিটি সেবা পাওয়া কঠিন হওয়ায় এ সেক্টর ধ্বংসের দারপান্তে।
এর থেকে উত্তরণের জন্য ড্যাব সংশোধন করাসহ রাজউক ও সরকারের সদিচ্ছায়ই পরবে এ সেক্টরের সুদিন ফিরিয়ে আনতে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply