সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (১৭ মে) দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখা খোলা রয়েছে। সব ধরনের লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। আগামী শনিবারও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খোলা থাকবে।
অন্যান্য দিনের মতোই সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হবে।
সরকারি নির্দেশ অনুসারে, ঈদুল আজহার ছুটি ১০ দিন কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে দেশের দুই এক্সচেঞ্জেও লেনদেন চলছে। এবার ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।
ব্যাংকে সব ধরণের সেবা মিললেও গ্রাহক উপস্থিতি তুলনামূলক কম। তবে কর্মকর্তা-কর্মচারীরা সবাই কাজে যোগ দিয়েছেন। ঈদের ছুটি ১০ দিন হলেও আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থায় বন্দর, শুল্কায়ন ও ব্যাংকিং সেবা চালু রাখা হয়। এবারও এর ব্যতিক্রম হবে না বলে জানা গেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply